• * কোরিয়াতে সরকারি খরচে কাজ নিয়ে যেতে পারবেন নামমাত্র মূল্যে। *

  • কোরিয়া প্রজাতন্ত্র এর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী কোরিয়ান ভাষায় পারদর্শিতা যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশ কোরিয়াতে থেকে জনশক্তি রপ্তানি করতে পারবে। 

    কোরিয়া যেতে আমাদের প্রতিষ্টান দিচ্ছে আপনাকে যাবতীয় সুযোগ সুবিধা। ভাষা শেখা থেকে শুরু করে সরকারী সকল কার্যক্রম সম্পন্ন করতে আপনাকে যাবতীয় সাহায্য সহযোগীতা করা হবে ইনশাআল্লাহ্। 

    # কোরিয়া যেতে যা যা প্রয়েজন হবেঃ 

    * বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স ১৮-৩৯ এর মধ্যে হতে হবে। 
    * নারী পুরুষ উভয়ই যেতে পারবেন। 
    * কোরিয়ান লটারির জন্য রেজিষ্ট্রেশন করতে হবে এবং লটারিতে নাম উঠতে হবে। 
    * লটারিতে নাম উঠলে কোরিয়ান ভাষা পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং কোরিয়ান ভাষা পরিক্ষায় পাশ করতে হবে, সাথে স্কিলটেষ্ট পরিক্ষায়ও পাশ করতে হবে।
    * এর পরে ভিসা আসার অপেক্ষা করতে হবে। 
    * তবে মনে রাখতে হবে উপরক্ত বিষয়াদি আপনার কোরিয়াতে যাওয়ার কোন রকম নিশ্চয়তা বহণ করেনা। শুধুমাত্র কোরিয়াতে চাকুরির আবেদনের যোগ্যতা নির্ভর করে। 
    * আল্লাহ্ চাইলে ভিসা ইস্যু হলে কোরিয়া যেতে পারবেন ইনশাআল্লাহ্।

    # আমাদের প্রতিষ্ঠানে কেন ভর্তি হবেনঃ  
    *** শিক্ষাদান পদ্ধতিঃ 
    * কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিক্ষা গ্রহণ এবং সহজ পাঠদান পদ্ধতি।
    * কোরিয়ার বিভিন্ন শহরে দীর্ঘ দিন কর্মরত এবং কোরিয়ান ভাষায় পারদর্শী শিক্ষক দ্বারা পরিচালিত শিক্ষাদান। 
    * মাত্র ২-৩ মাসের মধ্যে কোরিয়ান ভাষায় মোটামুটি কথা বলা ও বোঝার মতো দক্ষতাসম্পন্ন করে গড়ে তোলা হনে।  
    * পরিবহণ, থাকা ও খাওয়ার সুব্যাবস্থা আছে।
    * দক্ষ শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে কোরিয়ান ভাষায় পারদর্শী করে গড়ে তোলা হবে। 
    * স্পেশাল ক্লাসের সুব্যাবস্তা আছে। 
    * স্বল্প মূল্যে কোরিয়ার রেজিষ্ট্রেশন করে থাকি। 
    * গরীব এবং মেধাবি ছাত্রদের জন্য সুব্যাবস্থা আছে। 

    *** নিশ্চয়তাঃ 
    * কোরিয়ান ভাষা পরিক্ষায় পাশের শতভাগ নিশ্চয়তা থাকবে। বিফলে যাবতীয় দায়দায়িত্ব কর্তিপক্ষ বহণ করবে। 
    * ভাষা শেখার পর আমাদের শাখা প্রতিষ্ঠান সহ দেশের অভ্যন্তরে চাকুরির সুযোগ থাকবে। যদি আমাদের চাকুরির পদ খালি না থাকে তবে রয়েছে আমাদের নিজেস্ব কম্পিউটার প্রগ্রামীং কোর্স, যা সম্পন্ন করলে উক্ত কোর্সের উপর ভিক্তি করে দেশেই আমাদের সাথে কাজ করতে পারবেন ১০০ ভাগ নিশ্চয়তার সাথে, যে সুযোগ দেশের ওন্য কোন প্রতিষ্ঠানে পাবেন না। এক কথায় আপনার অর্থ, সময় ও শ্রমকে আমরা কোন ভাবেই বিফলে যেতে দেবো না।  
    (শর্ত প্রযোজ্য)

    *** আমাদের অঙ্গীকারঃ 
    * সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করা। 
    * মূল্যহীন শিক্ষা নয় সনির্ভর করে গরে তুলাই আমাদের শিক্ষার মূলনীতি। 

    # আপনি কেনো কোরিয়াতে যাবেনঃ 
    * নিরাপদ সরকারি মাধ্যম। যাতে কোন রকম দালাল চক্রের হাত নাই। 
    * নিশ্চিত চাকুরির সুযোগ। 
    * যে টাকা খরচ করে যাবেন তা প্রথম মাসেই উঠে আসবে। 

    # কোরিয়া যেতে খরচ ও ইনকামঃ 
    * ভিসা ফি, প্লেন ফেয়ার, ও মেডিকেল সহ ১,০০,০০০ /= টাকা। 
    * সাথে যামানত লাগবে ১,০০,০০০ /=  টাকা, যা পরবর্তীতে পূণরায় ফেরত পাওয়া যাবে। 
    * কোরিয়াতে আপনার মাসিক বেতন ১ লক্ষ টাকার উপরে। ওভারটাইম করলে ২ লক্ষ টাকার মতো প্রথম মাসেই ইনকাম করা যাবে। 

    # বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 
    SKLP (সফল কোরিয়ান ল্যাঙ্গয়েজ পয়েন্ট)
    পরিচালকঃ মোঃ রফিকুল ইসলাম শীমূল।
    মোবাঃ 01980524769 
    আমাদের পাঠদান কার্যক্রম খুলনার মধ্যে ৩-টি স্থান ভিক্তিক চলমানঃ বয়রা-বৈকালি, খালিশপুর-দৌলতপুর, শিরোমনি-গিলাতলা। তাই আপনার অবস্থান অনুযায়ি আপনার নিকটবর্তী স্থানের অবস্থান ফোনে অথবা সাইটের মাধ্যমে জেনেনিন।  

    # কোরিয়ান ভাষা পরিক্ষার রেজিষ্ট্রেশনের সময় সূচি ও নিময় কানুন জানতে সর্বদা চোখ রাখুন- 
    www.boesl.gov.bd - এই ঠিকানায়।